সাহিত্যালাপ

Wednesday, 8 August 2018

বাংলা সাহিত্যের সংক্ষিপ্তত ইতিহাস

বাংলা সাহিত্যের সংক্ষিপ্তত ইতিহাসসাহিত্য শব্দটি সংস্কৃত শব্দ। 'সহিত' থেকে সাহিত্য শব্দটি এসেছে। সাহিত্য শব্দটির অর্থ - সাহিতের ভাব মিলন, যোগ। রবীন্দ্রনাথ ঠাকুর এর মতে, 'একের সহিত অন্যের মিলনের মাধ্যম।' সাহিত্য হাজার হাজার বছর পুরোনো। কিন্তু বাংলা ও ইংরেজি সাহিত্যের মধ্যে ইংরেজি সাহিত্য বেশি পুরোনো। সমৃব্ধতার কথা চিন্তা করলে প্রথমে ইংরেজি সাহিত্য। তারপর স্থান করে নেয় চাইনিজ সাহিত্য। বাংলা সাহিত্যের সূচনা বৌদ্ধদের হাত ধরে। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদ। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধধারা গীতিকাব্য। গীতিকাব্যের মূলসুর- প্রকৃতি ও নারী।বাংলা সাহিত্যের প্রচীনতম রূপ হচ্ছে কাব্য এবং প্রাচীনতম সৃষ্টি ছড়া।বাংলা সাহিত্যের তিনটি যুগ। প্রাচীন যুগ(৬৫০-১২০০খ্রী:), মধ্যযুগ(১২০১-১৮০০খ্রী),আধুনিক যুগ(১৮০১- বর্তমান )।প্রাচীনযুগ এর প্রধান বৈশিষ্ট ব্যক্তিজীবন।এর মধ্যে মধ্যযুগের (১২০১-১৩৫০) কে অন্ধকার যুগ বলা হয়, কারণ এসময় তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ রচিত হয় নি। এ অন্ধকার যুগকে সন্ধিযুগও বলা হয়।( ১৯০১- ১৯৪০) কে রবীন্দ্র যুগ বলা হয়। আর যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধ্যযুগ এর প্রথম নিদর্শন ধর্মনির্ভরা।আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট হচ্ছে মানবাত। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ দুটোই ঊনিশ শতকে। বাংলা গদ্যের প্রবর্তক উলিয়াম কেরি। তাকে পথিকৃত ও বলা হয়। কিন্তু বাংলা গদ্য ও সাধুরীতির জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ছন্দের প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।তিনি ছোট গল্পেরও প্রবর্তক। কিন্তু তার গদ্য রচনার সূচনা হয় ইংরেজদের হাত ধরে।বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আলালের ঘরে দুলাল(১৮৫৮) টেকচাঁদ ঠাকুর যার আসল নাম প্যারীচাদ মিত্র। তবে তিনি তেমন সার্থকতা পাননি। বাংলা সাহিত্যের সফল উপন্যাস বঙ্কিমচন্দ্র রচিত দুর্গেশনন্দিনী (১৮৬৫)। প্র‍থম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী।বাংলা চলিত ভাষারীতি এসেছে প্রমথ চৌধুরীর হাত ধরে। বাংলায় আধুনিক কবিতার প্রবিক্তা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কথ্যভাষার আদিগ্রন্থ 'ফুলমনি ও করুণার বিবরণ '। বাংলা কাব্যে সর্ব প্রথম প্রচুর আরবি ও ফারসি শব্দের ব্যবহাত করেন মোহিলাল মজুমদার৷ কাজী নজরুল ইসলাম ও করেন ব্যবহার কিন্তু তেমন নয়।

Hossain Uchsas,Dep. of Paharmacy ,Noakhali Science & Technology University 
Posted by Unknown at 23:47 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Life in the air, not with it -Henry Ford


There is something about the contractions that we encounter throughout our life on this transmogrifying planet. These contraventions are often used in order to compute and awaken those implicit deftness amidst us that are so deeply interwoven and consolidated that customarily they can only be awakened through a crisis or a powerful feeling of inspiration. As the saying goes, inspiration or desperation I would like to accentuate thatEither way, circumstances will test our grit and there is no way to avoid it. If you are breathing, whoever you are reading this is you will be "tested" at some point. So what do we do? Do you have everything you need to do? How we respond to this four letter word called FEAR will always determine our outcome to the challenge
How many people have flown to a different city, state, country or continent? Maybe a fair amount of you haveTo us who had had the luxury of sitting in our cushioned seats while being under the physical spell of a magical clicking seatbelt, the plane ride is quite easy with little challenge until we hit some "turmoil". Then we notice that all things are so comfortable after all. But what does the pilot tell us before take off? To fasten your seatbelts. They know that resistance is expected But somehow we still get surprised not knowing that the plane has a great challenge to your destination. This is called wind resistance The plane should embrace this turmoil.This is a great lesson Are you experiencing your challenge by thinking of it or away from it? Are you willing to run away but take it on the runway of determination such as the airplane? You will not rise to the occasion if you are looking at that challenge with a conviction of uncertainty.

Henry Ford said that, "when everything in life seems to be going against you, remember that the airplane takes off the wind and not with it!" So the brace yourself for the turmoil that the days of challenging winds you To get the challenge, you just have to go through it. Your mind and emotions must be disciplined to work together as the mind is the engine of your thinking power for take off and the wings are the emotions for how high or low you go .. If the wings of your emotions become broken by FEAR, ANGER or consistent FRUSTRATION, then the plane will not get too high. If your mind is focusing on the crash landing approach you will not be allowed

Sazzad Shihab
Department of English
Noakhali Science & Technology University  


Posted by Unknown at 23:38 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ▼  2018 (2)
    • ▼  August (2)
      • বাংলা সাহিত্যের সংক্ষিপ্তত ইতিহাস
      • Life in the air, not with it -Henry Ford

About Me

Unknown
View my complete profile
Simple theme. Powered by Blogger.